বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়া শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এই অনুষ্ঠানে যাবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

২০২৪ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানেও খালেদা জিয়া অংশ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাকে পাশাপাশি চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল।