হাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শোকবই উন্মোচন করা হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪ টায় শোকবইতে স্বাক্ষর করেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন এবং সহযোগী সদস্য সোয়াদ ও সারোয়ার।
সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ বলেন, “বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী, যিনি জনগণের অধিকার ও মর্যাদার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা সচিবালয়ের সম্মুখে শোকবই উন্মোচন করেন। পরে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তাঁদের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।