মোহাম্মদ ইদরীস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের পুনিয়াউটস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে। দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ কোরআন খতম ও মোনাজাত।

জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আগামী সাত দিনব্যাপী জেলাজুড়ে কোরআন খতম, গণঅভিমত গ্রহণ ও দোয়া মাহফিলের ঘোষণা দেন।

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন প্রতীক। তাঁর প্রয়াণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। দেশের প্রতিটি সংকটকালে তাঁর সাহসী নেতৃত্ব আমাদের প্রেরণা হয়ে থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক মুমিন, জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মাইনুল হাসান চপলসহ জেলা ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।