
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় বোর্ড পরিচালকদের এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করেন।
একই সভায় সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিকেট সংশ্লিষ্ট দুই পরিচিত মুখ—নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা।
ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল:
গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। এরপর আজ বিকেলে এনএসসি আমিনুল ইসলামকে নতুন পরিচালক হিসেবে মনোনীত করে। সন্ধ্যায় বোর্ড সভায় পরিচালকেরা আমিনুলকে সভাপতি নির্বাচিত করেন।
ফারুক আহমেদ গত আগস্টে এনএসসির মনোনয়নে বিসিবির পরিচালক হন এবং এরপর সভাপতির দায়িত্ব পান। তবে নানা অভ্যন্তরীণ টানাপড়েন ও পরিচালকদের অনাস্থার মুখে পড়ে শেষ পর্যন্ত তাঁকে সরে যেতে হয়।
অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান এখন বিসিবি সভাপতি:
জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বাংলাদেশের অভিষেক টেস্টে (২০০০, ভারতের বিপক্ষে) দেশের হয়ে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েন। তাঁর ক্যারিয়ারে রয়েছে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০০২ সালে।
এরপর কোচিং পেশায় যুক্ত হয়ে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। দীর্ঘদিন ধরে আইসিসি ও এসিসির নানা পদে কাজ করেছেন আমিনুল। বিসিবিতে যোগদানের আগে তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন এবং আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম ও প্রশিক্ষণ বিভাগও দেখভাল করেছেন।
অভ্যন্তরীণ দ্বন্দ্বে নাটকীয় পরিবর্তন:
বিসিবির এই নেতৃত্ব পরিবর্তন এসেছে নাটকীয় এক ঘটনার মধ্য দিয়ে। গত বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে বৈঠকে ফারুক আহমেদকে পদত্যাগ করতে বলা হয়। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, পদত্যাগ করবেন না। এরপর ৮ জন বিসিবি পরিচালক ক্রীড়া পরিষদে চিঠি দিয়ে তাঁর বিরুদ্ধে অনাস্থা জানান। রাতেই এনএসসি তাঁর মনোনয়ন বাতিল করে, যা সভাপতির পদ হারানোর অর্থ বহন করে।
দায়িত্বকাল:
নতুন সভাপতি আমিনুল ইসলাম আগামী অক্টোবর পর্যন্ত বিসিবির দায়িত্বে থাকবেন। এরপর নিয়মিত বোর্ড সভায় বা নির্বাচনের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
সংক্ষেপে মূল তথ্য:
-
বিসিবির ১৬তম সভাপতি আমিনুল ইসলাম
-
সহসভাপতি নির্বাচিত: নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা
-
এনএসসি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে
-
৮ পরিচালক অনাস্থা জানিয়ে পদচ্যুত করেন ফারুককে
-
আমিনুল ইসলাম ছিলেন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার
-
দায়িত্বে থাকবেন অক্টোবর পর্যন্ত
নতুন নেতৃত্বের মাধ্যমে বিসিবিতে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। আমিনুল ইসলামের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংস্থায় কাজের দক্ষতা তাকে এ দায়িত্বে ভিন্নমাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।





