তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল সেবনে হাকিম আহমেদ (২১) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের (বিষক্রিয়ার) কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় হাকিমের সঙ্গে থাকা তাঁর বন্ধু হযরত উদ্দিনও (২০) বর্তমানে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত হাকিম আহমেদ খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী। তিনি দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা পূর্বপাড়া গ্রামের মো. হাসিবুল ইসলামের ছেলে। অসুস্থ হযরত একই গ্রামের বিচার উদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই মাসুম জানান, শুক্রবার সন্ধ্যায় হাকিম ও হযরত গ্রামের একটি লিচুবাগানে বসে অ্যালকোহল পান করেন। কিছুক্ষণ পরই তাঁরা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দু'জনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই হাকিমের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কী ধরনের অ্যালকোহল তাঁরা পান করেছিলেন এবং তা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে—এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।