আঃ জলিল, যশোর প্রতিনিধি: ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশু সহ ৩০ জন কিশোর কিশোরী।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয় তারা।

পরে কলকাতার সেন্ট্রাল হোমে থাকার পর  দু’দেশের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে   তারা দেশে ফিরে এসেছে।

সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, ১১ জন শিশুসহ ৩০ জন কিশোর কিশোরী দেশে ফিরে এসেছে। এরা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর আটক হয় সে দেশের পুলিশের হাতে। এদের বাড়ি খুলনা সহ বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেন বলেন, আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদেরকে তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে।