বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এসময় তিনি ৭ নভেম্বরকে জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার মহান আত্মত্যাগের পর দেশে গণতন্ত্রের পথ অবারিত হয়েছে।

মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত হিসেবে মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারেক রহমান ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় এবং আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা ঘটেছিল।

তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন, কারণ সেদিন সিপাহী-জনতা জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় নিয়ে রাজপথে নেমে এসেছিল।