লালমনিরহাট প্রতিনিধিঃ সীমান্তে ১৫ বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপি ২টি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজাসহ ১ জন এবং ভারতীয় টাপেল ট্যাবলেটসহ ১ জন আসামী আটক করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টায় শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন কুরুষা ফেরুষা (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ সোহেল (৩০), পিতা-মৃতঃ আসরাফ আলী, গ্রামঃ জয়রী, পোষ্টঃ বড়বাড়ী, থানাঃ ফুলবাড়ী এবং জেলাঃ কুড়িগ্রামকে ১.৩ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।
একই দিন রাত আনুমানিক ৭ টায় বালারহাট বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে বালাতাড়ি (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ মদর আলী (৪০), পিতাঃ মৃত: হবিবুর রহমান, গ্রামঃ চর গোরকমন্ডল, পোস্টঃ নাওডাঙ্গা, থানাঃ ফুলবাড়ি এবং জেলাঃ কুড়িগ্রামকে ৪০পিচ ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।
আটকৃত আসামীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।