লালমনিরহাট প্রতিনিধি: গতকাল সোমবার (৮ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ভোর ৬টায় রামখানা বিওপি’র আওতাধীন ত্রিমোহোনী (থানা-নাগেস্বরী, জেলা-কুড়িগ্রাম) সীমান্তে বিজিবি অভিযান পরিচালনা করে। এ সময় ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তারেক হোসেন (১৮) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।
তারেক কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার শিংঝাড় গ্রামের মোঃ জিয়াউর রহমানের ছেলে।
অপর এক অভিযানে, রাত আনুমানিক ১১টা ৫মিনিটের দিকে কুড়িগ্রাম অনন্তপুর বিওপি’র আওতাধীন কদমতলা এলাকায় টহলদল একজন চোরাকারবারীকে মোটরসাইকেলযোগে আসতে দেখে টহলদল তাকে চ্যালেঞ্জ করে। এতে সে মোটরসাইকেল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত মোটরসাইকেল তল্লাশী করে ভারতীয় ইস্কাফ সিরাপ ০৬ বোতল এবং ভারতীয় ফিন্সিডিল ১৪ বোতলসহ ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মোটর সাইরকল ও মাদকদ্রব্যর আনুমানিক মূল্য ১ লক্ষ ৮৭ হাজার ৪০০শত টাকা।
এ ঘটনায় আটকৃত আসামী মোঃ তারেক হোসেন(১৮) বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া মাদক সংশ্লিষ্ঠ অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।