আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী -২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক)  আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের সমর্থনে সেনবাগ পৌর শহরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে ধানের শীষ মার্কার সমর্থনে এ মিছিলটি বের হয়।

মিছিলটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সেনবাগ থানার মোড়ে এক সমাবেশে মিলিত হয়।

এ সময়  উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর, পৌর বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মির্জা মো. মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফখরুল ইসলাম রুবেল প্রমুখ।

মিছিল শেষে বক্তারা বলেন- যে কোন মূল্যে সকল বাধা-বিপত্তি অপেক্ষা করে এখন থেকে প্রতিটা নেতাকর্মী নিরলসভাবে ধানের শীর্ষের সমর্থনে কাজ করতে হবে। যাতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের জয় সুনিশ্চিত হয়।