
রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের উত্তর বঙ্গলতলীন জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস’র আঞ্চলিক দুটি দলের স/শ/স্ত্র গ্রুপের মধ্যে গো/লা/গু/লির ঘটনায় রিপেল চাকমা (৩৫) নামের এক ইউপিডিএফ’র সদস্য নি/হ/ত ও প্রজ্ঞা চাকমা (৫) নামের এক শিশু গু/লি/বি/দ্ধের খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আ/ত/ঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (৬ জুন) সকাল ৮টা থেকে স/শ/স্ত্র দুই গ্রুপের মধ্যে থেমে থেমে গো/লা/গু/লির এ সংঘর্ষ শুরু হয়।
গো/লা/গু/লির এই সংঘ/র্ষে একজন নি/হ/ত হয়েছে। এ ছাড়া আ/হ/ত হয়েছে আরও তিনজন। নি/হ/ত ব্যক্তি ইউপিডিএফ’র সদস্য রিপেল চাকমা (৩৫) বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। আ/হ/তদের মধ্যে একজন শিশু প্রজ্ঞা চাকমা (৫) বলে নাম জানা গেছে। আ/হ/ত অন্যান্যদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শিশু প্রজ্ঞা চাকমা (৫) ওই এলাকার শুভ রঞ্জন কার্বারী পাড়ার আয়তন চাকমার ছেলে। গো/লা/গু/লির সময় ঘরের বাইরে খেলতে বের হলে তার পায়ে গু/লি লাগে। পরে স্থানীয়ভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ কর্মীদের মধ্যে স/শ/স্ত্র এই সংঘ/র্ষ হয়। একাধিকবার গু/লি বিনিময়ের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং জনমনে তীব্র আ/ত/ঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয়রা আশঙ্কা করছেন, সংঘ/র্ষে আরও অনেকে আ/হ/ত বা নি/হ/ত হয়ে থাকতে পারেন, তবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে ইউপিডিএফ-এর মুখপাত্র অংগ্য মারমা অভিযোগ করে বলেন, ‘সকাল ৯টার দিকে জনসংহতি সমিতির একটি স/শ/স্ত্র গ্রুপ গ্রামে ঢুকে এলোপাতাড়ি গু/লি চালায়। এতে একটি শিশু গু/লি/বি/দ্ধ হয়। আমাদের কোনো নেতাকর্মী হতা/হত হয়নি। এই হামলার তীব্র নিন্দা জানাই।’
তবে জনসংহতি সমিতির স্টাফ সদস্য জুপিটার চাকমা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতির পথে আছি। আমাদের কোনো স/শ/স্ত্র শাখা বা কর্মী নেই। ইউপিডিএফ-এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ইউপিডিএফ ও জেএসএস’র স/শ/স্ত্র গ্রুপের মধ্যে এ গো/লা/গু/লিতে একজন নি/হ/ত ও তিনজন আ/হ/ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে বিস্তারিত জানা যায়নি।
ওসি আরও জানিয়েছেন, আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছেন। তবে এলাকাটি দূর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে।





