আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি:

বগুড়া-৫ (ধুনট–শেরপুর) সংসদীয় নির্বাচনী আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারটির মনোনয়ন বৈধ এবং একটি মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আলহাজ্ব দবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আলহাজ্ব মীর মাহমুদুর রহমান চুন্নু এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস।

অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী খান কুদরত-ই-সাকলাইনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

এর আগে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধি অনুযায়ী মনোনয়নপত্রগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা চাইলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।