বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪৭ জন আসামির বিরুদ্ধে আগামী ২৭ নভেম্বর রায় ঘোষণা করা হবে। ২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই তারিখ নির্ধারণ করেন।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং রাজউকের প্রাক্তন সদস্যসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে যে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন, যা বিধি মোতাবেক তাদের প্রাপ্য ছিল না। গত ১৭ নভেম্বর পৃথক তিনটি মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

শেখ হাসিনাসহ এই মামলাগুলোর অন্য আসামিরা পলাতক আছেন, তাই তারা যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাননি। তবে একমাত্র গ্রেপ্তারকৃত আসামি, রাজউকের সদস্য খোরশেদ আলমের পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়েছে।