
আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি।
“আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছু দল পিআর- টিআরের নামে ষড়যন্ত্রে নেমেছে”- বলে জানালেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক। এছাড়াও দলগুলোর ব্যাপারে সজাগ থাকার পাশাপাশি নিজ দলের প্রতিপক্ষ প্রার্থীদের বলেন – আমাকে পছন্দ না করলেও আগামী নির্বাচনে তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকালে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সহযোগী দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ পৌর শহরের থানার মোড়ে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল এক সমাবেশে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কিছু দল পিআর- টিআরের নামে ষড়যন্ত্র নেমেছে। এই দলগুলোর ব্যাপারে সেনবাগবাসী সকলে সজাগ থাকবেন।”

এছাড়া নিজ দলের প্রতিপক্ষ প্রার্থীদের উদ্দেশে বলেন – “আমাকে পছন্দ না করলেও আগামী নির্বাচনে তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”
সেনবাগ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেনবাগ পৌর বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে সেনবাগ সেনবাগ পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াস, ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রহমান, কেশারপাড় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হক সুমন, সেনবাগ পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মির্জা মো. মোস্তফা, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন, সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফখরুল ইসলাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সমাবেশকে ঘিরে সেনবাগ পৌর শহরের থানা মোড়ের বিশাল সড়ক নেতাকর্মীদের সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এর আগে বেলা ৩টা থেকে সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও সেনবাগ পৌরসভা থেকে একে একে পৃথকভাবে দশটি মিছিল এসে জড়ো হয়। অস্থায়ীভাবে ট্রাকের উপর নির্মিত মঞ্চে নেতারা একে একে বক্তব্য রাখেন।





