বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান: সিলেটে বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার এবং বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চল।

ভূমিকম্পের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

প্রথম ভূমিকম্পঃ বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) অনুযায়ী এর মাত্রা ছিল ৩.৫ এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার।

দ্বিতীয় ভূমিকম্পঃ প্রথমটির ঠিক ৫ মিনিট পর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.৩ এবং গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

ভূমিকম্প দুটির কেন্দ্র ছিল সিলেটের বিয়ানীবাজার এবং জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায়।

একই সময়ের কাছাকাছি (রাত ২টা ৫৪ মিনিটে) মিয়ানমারে ৩.৭ মাত্রার এবং বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ৪.৩ মাত্রার আলাদা দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

এই মৃদু কম্পনগুলোর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।