
ডুলাহাজারা ডিগ্রী কলেজের সকল ছাত্রছাত্রীবৃন্দ নামক ব্যানারে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন হওয়ায় ৪৫৬ জন এইচএসসি পরীক্ষার্থী ভোগান্তির শিকার হবে দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা কলেজের শিক্ষার্থীরা। এতে দূর্গম পাহাড়ি এলাকা ও প্রত্যন্ত উপকূলীয় অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হবে বলে মনে করছে তারা।
সোমবার (২৬ মে) ডুলাহাজারা ডিগ্রী কলেজের সামনের প্রধান সড়কে দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনরত শিক্ষার্থীদের একাংশ থেকে দাবি করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কোন কারণ ছাড়াই একতরফাভাবে ডুলাহাজারা ডিগ্রী কলেজের এইচএসসির পরীক্ষা কেন্দ্র ‘ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়’ থেকে ‘চকরিয়া ডিগ্রী কলেজে’ স্থানান্তরিত করেছে। কেন্দ্র পরিবর্তন হওয়ায় ২০২৫ সালের ৪৫৬ জন এইচএসসি পরীক্ষার্থী বিশেষ করে দূর্গম পাহাড়ি এলাকা ও প্রত্যন্ত উপকূলীয় অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা চরম যাতায়াত ঝুঁকিতে পড়বে!!
এ সময়, দূর দূরান্ত ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকির দায়ভার নেবে কে? বলেও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, পড়ালেখা করার জন্য পাহাড়ি এলাকার দুর্গম পথ পাড়ি দিয়ে পাশের পার্বত্য জেলা বান্দরবান থেকে এসেও শিক্ষার্থীরা ডুলাহাজারা ডিগ্রী কলেজে ভর্তি হয়। কেন্দ্র পরিবর্তন হওয়ায় ঐসব শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে বলে মনে করছে তারা।
জানা যায়, আগামী ২৬ জুন এইচএসসি ২০২৫ পরীক্ষা শুরু হওয়ার রুটিন প্রকাশিত হয়েছে। তাই শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পরিবর্তনের সমস্যা সমাধানের জন্য যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের বিষয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কোন কলেজের পরীক্ষা কেন্দ্র স্কুলে হতে পারেনা। তাছাড়া দীর্ঘ সময় এইচএসসি পরীক্ষা চলমান থাকায় কেন্দ্র স্কুলের শিক্ষার্থীদের পাঠদান ও অত্র স্কুলে ভর্তিতে অনীহা সৃষ্টি হওয়ায় ‘ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়’ কর্তৃপক্ষের অনুরোধে পরীক্ষার কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
সাজ্জাদ চৌধুরী আরও জানান, পরীক্ষার সময়সূচি সন্নিকটে হওয়ার পাশাপাশি কেন্দ্রের কাছে পরীক্ষার প্রশ্ন হস্তান্তরের বিষয়টি মাথায় রেখে নতুন করে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করার আর সুযোগ নেই। তাছাড়া পরীক্ষা কেন্দ্রের একুমোডেশন বিষয় এবং কয়েকটি কলেজের পরীক্ষার কেন্দ্রের সুবিধাসহ সবকিছু বিবেচনা করেই থানা নির্বাহী অফিসার (টিএনও), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা শিক্ষা অফিসার মিলে যেটির নাম ঘোষনা করে আমরা শুধু সেই কেন্দ্রটির অনুমোদন দিয়ে থাকি বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা সদরের মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষা বোর্ডের সিদ্ধান্তেই কেন্দ্রগুলো পরিবর্তন করা হচ্ছে। যেহেতু পরীক্ষা শুরু হইতে এখনো এক মাসের মতো সময় রয়েছে; তাই কেন্দ্র পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
মানববন্ধনের বিষয়ে অবগত নই উল্লেখ করে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা বলেন, যতদূর জানি ডুলাহাজারা ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে বোর্ড চেয়ারম্যান বরাবর আবেদন করতে পারে।





