
মো: নাইমুল হক স্মরণ, দুর্গাপুর প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় দ্বীনি আলিম মাদ্রাসার মাঠে আয়োজিত হয়েছে বাৎসরিক সিরাত মাহফিল। সীরাত মাহফিল বাস্তবায়ন কমিটি দুর্গাপুর কর্তৃক প্রতিবছরই এই মাহফিলটি উদযাপিত হয়। উক্ত মাহফিলে মহানবী (সা:)এর জীবন বৃত্তান্ত আলোচনা করা হয় এবং ইসলাম ধর্মের আদর্শ দিকগুলো তুলে ধরা হয়।
আজ সোমবার (১০ নভেম্বর) উপজেলার দ্বীনি আলিম মাদ্রাসার মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সিরাত মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন ইসলামী চিন্তাবিদগণ। মাহফিলটির সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক, প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ (অবসরপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা), সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোঃ আব্দুল বাতেন, অধ্যক্ষ এন আকন্দ কামিল মাদ্রাসা নেত্রকোনা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুহতারাম আবু ইউসুফ খান, অধ্যক্ষ তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (যাত্রাবাড়ী ঢাকা)। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডঃ এ.এইচ.এম.মুস্তাইন বিল্লাহ (সাবেক সরকারি কর্মকর্তা), হযরত মাওলানা মুফতি তাহের কাসেমী (মুহতামিম জামিয়া মাহমুদিয়া হাসিমিয়া দারুল উলুম নেত্রকোনা) এবং মুহতারাম এ.কে.এম. জয়নুল আবেদীন (খতিব, সাহেবগঞ্জ কেন্দ্রীয় বড় মসজিদ)। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বজলুর রহমান আফসারী সাহেব।
বক্তারা ইসলাম ধর্মের বিভিন্ন বাণী সহ তরুণ প্রজন্মের জন্য কিছু দিকনির্দেশনা দিয়েছেন। বিশেষ করে এলাকার বয়স্ক ব্যক্তিরা এই মাহফিলটি খুবই উপভোগ করেন। তারা জানিয়েছেন, এইভাবে প্রতিবছর মাহফিলটি হলে মানুষের মাঝে ইসলামী মূল্যবোধ বৃদ্ধি পাবে এবং মানুষ আল্লাহর পথের দিকে এগিয়ে যাবে।





