বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
জাতীয় সংসদ নির্বাচনের তপশিল (সময়সূচি) এবং নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল পৌনে ১১টায় নির্বাচন ভবনে এই সভা শুরু হয়। এই বৈঠকের পরই যেকোনো দিন জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে অনুষ্ঠিতব্য গণভোটের তারিখ চূড়ান্ত করা। মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ। ভোটকেন্দ্রের গোপন কক্ষ বাড়ানো এবং ভোট গ্রহণের সময় বৃদ্ধির মতো নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াবলি। আইন ও রীতির আলোকে তপশিল পূর্ব ও পরবর্তী কার্যক্রম পর্যালোচনা করা।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হলেও তপশিল ঘোষণার নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, যা আজকের সভায় নির্ধারিত হতে পারে।