দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে বিধি লঙ্ঘন ও কাগজপত্রে ত্রুটির কারণে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা ও জেএসডির গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে নুরুজ্জামান হাবলু মোল্লার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সর্বাধিক তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী খাইরুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তারা জানান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী খাইরুল ইসলাম সরকারি চাকরিজীবী ছিলেন। বিধি অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি গ্রহণ না করায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া শেখ সাদি ও নুরুল ইসলাম আনসার প্রামাণিকের মনোনয়নপত্রে তথ্যগত ও কাগজপত্রের ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে।
এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানানো হয়েছে, কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বড় রাজনৈতিক দলের মনোনীত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।
মনোনয়ন বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নুরুজ্জামান হাবলু মোল্লা ও নুরুল ইসলাম আনসার প্রামাণিক নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিল ও আপিলের ঘোষণাকে কেন্দ্র করে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।