আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ধুনট উপজেলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এলডিপির মনোনীত প্রার্থীরা ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রীতিলতা বর্মণের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এদিন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে পুরো এলাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি রেজানুর ইসলাম খান রেজাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলাম, নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, সেক্রেটারি আব্দুল কারিম, উপজেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম বাচ্চু এবং এলডিপির ধুনট উপজেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও পৌর কমিটির সভাপতি ইমদাদুল হক রনিও উপস্থিত ছিলেন।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরজাহান খাতুন জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এলডিপির মনোনীত প্রার্থী মনোনয়নপত্রের মূল কপি জমা দিয়েছেন। অপরদিকে বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্রের ফটোকপি জমা দিয়েছেন।

এদিকে একই নির্বাচনী আসনের অপর উপজেলা শেরপুরেও সংশ্লিষ্ট প্রার্থীরা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।