
আশেকে এলাহী শিবলী ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া):
বগুড়ার ধুনট থানার ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসা ২ দিনব্যাপী ৩০তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছে।
মাহফিল অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ নভেম্বর (শুক্রবার ও শনিবার) ২০২৫। প্রথম দিনে বয়ান করবেন বগুড়ার প্রখ্যাত আলেম মুফতি ফজলুর রশিদ মিয়া ও মাওলানা সামিউল ইসলাম ইউসুফী।
দ্বিতীয় দিনে অংশগ্রহণ করবেন ঢাকা ও অন্যান্য স্থান থেকে আগত বিশিষ্ট আলেমগণ মুফতি ইয়াসিন আহমদ ফারুকী, হেলাল উদ্দিন নূরী ও মুফতি মিসবাহ উদ্দিন দিনাজপুরী।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা কে.এম মাহমুদ বলেন, “বিগত বছরের মতোই এবছরও এই মাহফিল অনুষ্ঠিত হবে। মুসলমানদের কল্যাণ ও শান্তির উদ্দেশ্যে আয়োজনটি করা হচ্ছে।”
তিনি আরও জানান, মাদ্রাসার সাবেক ছাত্রসহ সকল শুভাকাঙ্ক্ষীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।





