আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ ফেজ–২ এ মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ মামলায় পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব খাঁন ওরফে বিজয় (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত বিজয় ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের মৃত জাহিদুল ইসলাম খাঁনের ছেলে। তিনি ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে আরও জানা যায়, গত ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের নূরজ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।