ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নফল গনরোজা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ৩ হাজার নেতাকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে বিশেষ দোয়া করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের উদ্যোগে ধামরাই থানা এলাকার ঈদগাহ মাঠে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সদস্যদের বিগত সময়ে দেশের মানুষের জন্য কল্যানকর, বিগত সময়ে নির্যাতনের চিত্র সহ বিভিন্ন কাজের কথা তুলে ধরেন যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। জিয়া পরিবারসহ বিএনপির নেতা-কর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সকলকে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।
বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতার করেন ও মাগরিবের নামাজ আদায় করেন।
মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।