
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের স্বরুপপুর (বাজুডাঙ্গা) গ্রামে আজ (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিপুল সংখ্যক মহিলা কর্মীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সের আলী সবুজ এবং স্থানীয় নারী নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে মহিলা কর্মীদের উদ্দেশ্যে বলেন, “নারী ভোটারদের কাছে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব তুলে ধরতে হবে। আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি নারী ভোটারের দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করতে হবে।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি পরিবর্তনে নারী সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বাড়াতে মহিলা কর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।





