
তানভীর আজাদ, দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে একটি বিশাল আকৃতির পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বসতবাড়ি থেকে এটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। আনুমানিক ১৮ কেজি ওজনের এই মর্টার শেলটি একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মৃত আসমত উল্লাহর বাড়িতে দীর্ঘদিন ধরে শেলটি পড়ে ছিল। নিরাপত্তার কথা চিন্তা করে গ্রামবাসী পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এটি নিয়ন্ত্রণে নেয়। ২৪ ইঞ্চি উচ্চতার এই শক্তিশালী যুদ্ধাস্ত্রটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভীড় জমে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল।





