আবদুল মোতালেব, নোয়াখালীপ্রতিনিধি।

সমাজ থেকে চিরতরে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজী বন্ধে দাঁড়িপাল্লার বিকল্প নেই। তাই নতুন নেতৃত্ব এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ সেবার সুযোগ করে দিতে বলেছেন, নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ সাঈদ আহমেদ।

তিনি বলেছেন, এ দেশে বিগত ৫৪ বছরের সরকার গুলোর অবস্থা আপনারা দেখেছেন, তারা কি করেছে। এখন সময় এসেছে, সবাই মিলে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার।

আজ শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সেনবাগ পৌর শহরের সরকারি পাইলট হাই স্কুল মাঠ থেকে এই আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ সাঈদ আহমদের নেতৃত্বে মোটর শোভাযাত্রা বের হয়েছে। এ সময় দাঁড়িপাল্লার প্রতিকৃতি, দলীয় ও জাতীয় পতাকা বহন ছাড়াও এক রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় বিপুল সংখ্যক বিভিন্ন বয়সী নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।

এর আগে সকাল থেকে সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জামায়াত ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মোটরসাইকেল নিয়ে সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল মাঠে এসে জড়ো হয়। মুহূর্তের মধ্যে পুরো মাঠ মোটরসাইকেলে পরিপূর্ণ হয়ে যায়।

সভায় অন্যান্যদের মধ্যে সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াসিন করিম, নায়েবে আমির ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, সেনবাগ উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসার, সহকারি সেক্রেটারি মাওলানা মো. হানিফ, সহকারি সেক্রেটারি মো. নুরুল হুদা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।