দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরে ধানের শীষে ভোট চেয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে, দৌলতপুর উপজেলার ১০ নং দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠক ও পঁচা মাদিয়া পার্টি অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—“তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা হচ্ছে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি ন্যায্য ও জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।”

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে এই আসনটি আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেবো—ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা বাচ্চু মোল্লাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।