০২/১১/২০২৫ ইং
স্টাফ রিপোর্টার (ঢাকা)
মো: কাওসার উদ্দিন
…………………..……
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গত ২৫/০৩/২০২৫ ইং তারিখ আন্তর্জাতিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল। বিষয়বস্তু ছিল ইন্টিগ্রেশন জিওগ্রাফিক।

ঢাকাসহ সমগ্র বাংলাদেশ তিনটি ভাগ করা হয়েছিল। তিন ভাগে আওতাভুক্ত বিভিন্ন ইউনিভার্সিটি থেকে দশ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত এই আন্তর্জাতিক অলিম্পিয়াডের ফলাফল আজকে ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুনকাসির রহমান মাহিন অর্জিত ফলাফলের সর্বোচ্চ পয়েন্ট থাকায়, মেধার কারণে অংশগ্রহণ করেন। দশ হাজার অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে মাত্র ৮০ জন চূড়ান্ত বিজয়ী হন। এই ৮০ জনের মধ্যে মুনকাসির রহমান মাহিন অন্যতম। তিনি লিটল স্কলার্স প্রি এন্ড এলিমেন্টারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত, শামীমা নাসরিন মৌসুমীর কনিষ্ঠপুত্র।

এ ধরনের প্রতিযোগিতায় আন্তর্জাতিকভাবে যেমনি সুনাম বয়ে আনে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যেও একটা উদ্যম এবং গুণগত মান বৃদ্ধি পায়। মুনকাসির রহমান মাহিন সহ উত্তীর্ণ হওয়া এই ৮০ জন মিশর “ইজিপ্ট আন্তর্জাতিক অলিম্পিয়াডে” অংশগ্রহণ করবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পাবেন।