
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
ঢাকা মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট থেকে মা (৪৮) ও তার কিশোরী মেয়ের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ বলে জানা গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের বিপরীতে একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসা থেকে মরদেহগুলো উদ্ধার হয়। নিহতদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঘটনার পর থেকে পলাতক থাকা গৃহকর্মীই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহত লায়লার স্বামী আজিজুর রহমান একজন শিক্ষক এবং তিনি সকালে বাসা থেকে বের হয়েছিলেন। পরে ফিরে এসে স্ত্রী ও মেয়ের মৃতদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত চলছে।





