কুষ্টিয়ার দৌলতপুরে ডা*কা*তির সময় শিশুর গলায় অ/স্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধ*র্ষ*ণের অভিযোগ উঠেছে। পরে ডা*কা*তরা ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লু/ট করে নিয়ে যায়।

স্থানীয় গণমাধ্যমগুলো মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর গভীর রাতে স্থানীয় রুশুল মহলদারের ছেলে লাবু (৩৬), একই এলাকার তারিক (৪২) ও সুবেলের (৩৫) নেতৃত্বে সাত থেকে আটজনের একটি সংঘবদ্ধ ডা*কা*ত দল প্রথমে পাশের আব্দুর রাজ্জাক কলেজপাড়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লু/ট করে। ফেরার পথে তারা ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তিন বছরের শিশুর গলায় অ/স্ত্র ঠেকিয়ে গৃহবধূকে জো*রপূর্বক পালাক্রমে ধ/র্ষ/ণ করে। পরে ডা*কা*তরা ঘরে থাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লু/ট করে নিয়ে যায়। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে এ ঘ’ট’না ঘটে।

এ ঘ’ট’নায় প্রথম দিকে এলাকাবাসীর পক্ষ থেকে  ভুক্তভোগী পরিবারকে মা/ম/লা করতে  নিরুৎসাহিত করা হলেও এক সপ্তাহ পর সোমবার (২২ সেপ্টেম্বর) গৃহবধূ ও তার শ্বশুর দৌলতপুর থানায় দু’টি আলাদা মা/ম/লা করেন। এরপরই বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। এ ঘ’ট’নায় দৌলতপুর থানা পুলিশ ইতোমধ্যে তিনজনকে (লাবু, সুবেল ও তারিককে) গ্রে*ফ*তার করেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রে*ফ*তার করা হয়েছে। অ*প*রাধের সঙ্গে জড়িত কেউই রক্ষা পাবে না। অন্য আ*সামিদের গ্রে*ফ*তারে অ’ভিযান অব্যাহত রয়েছে।