লালমনিরহাট প্রতিনিধি : জেন-জি’র আয়োজনে লালমনিরহাটে ১দিনের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেন-জি’র নিবন্ধন শুরু হয় সন্ধার পর অনুষ্ঠানের সূচনা হয়। মেলায় নিবন্ধিত জেন-জি দের ফ্রি পিঠার পাশাপাশি কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

জেন-জি’র আয়োজক মৃদুল জানান, পিঠা মেলা সরকার বিরোধী আন্দোলনের পর লালমনিরহাটে জেন-জি’দের এক মিলন মেলা। কোন রাজনৈতিক উদ্ধেশ্যে  এই মেলার আয়োজন নয়। বিগত বছরে লালমনিরহাটে পিঠা মেলার আয়োজন হতো কিন্তু বিগত সরকারের আমলে এই রকম মেলা বন্ধ করে দিয়েছিল। এখন সেই সরকার নেই, মানুষের মধ্যে একটা আনন্দময় পরিবেশ আছে আর শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন।  মেলা নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল সেটা উপেক্ষা করা হয়েছে। ভোটের আগে আমরা এই মেলা করছি। ভোটের পরে যারা এমপি বা মন্ত্রী হবেন তারা যেন এই ধারাবাহিকতাটি বজায় রাখেন। এই মেলায় প্রায় তিন হাজার জেন-জি রেজিস্ট্রেশন করেছে। যাদের বয়স ১৮-৩৫

মেলায় কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। কুইজের প্রথম পুরষ্কার হিসেবে থাকছে একটি ট্যাব। কুইজ প্রসঙ্গে তিনি জানান, জেন-জি’রা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দেয় সেখান থেকে তাদের মনোযোগ জ্ঞানার্জনে মনোনিবেশ হয় সেই প্রচেষ্ঠা। আর কুইজে প্রশ্ন থাকছে লালমনিরহাটের উন্নয়ন নিয়ে । এই কুইজ প্রতিযোগীতায় অংশ নেবে তাদের প্রত্যেককেই একটা ফলজ / বনজ বা ঔষধি বৃক্ষের চারা গাছ দেয়া হবে। যারা এই গাছগুলি যত্নকরে বড় করবে তাদের পরবর্তীতে পুরস্কার দেয়া হবে।

জেন-জি’দের প্রায় ১২৫০০ পিঠা বিনামূল্যে দেয়া হবে যারা রেজিস্ট্রেশন করেছে তারা যেন সকলেই এই পিঠা পায়। ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠন এই মেলায় অংশগ্রহন করেছে তারা এই পিঠাগুলি সরবরাহ করবে।