রিফাত আহমেদ, ঢাকা | ০৬ নভেম্বর ২০২৫

জুলাই আন্দোলনের পাঁচদফা দাবির পক্ষে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতেই হবে।”

বক্তারা আরও অভিযোগ করেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে জাতীয় পার্টি ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে ভূমিকা রাখছে। তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এসব রাজনৈতিক শক্তির বিচার এবং বিচারকালীন তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধের দাবি জানান তারা।

ঢাকা-৬ আসনে দলীয় প্রার্থী আলহাজ মো. মনোয়ার খান সমাবেশে উপস্থিত থেকে জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে দলটির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।

তিনি বলেন, “পাঁচদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচদফা দাবিসমূহ:
১। জুলাই সনদের আইনি স্বীকৃতি।
২। পিআর (Proportional Representation – আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন।
৩। নির্বাচনসহ রাজনৈতিক অঙ্গনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪। গণহত্যার বিচার দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত এবং
৫। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচারাধীন অবস্থায় তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা।

সমাবেশে বক্তারা আরও বলেন, “গণতন্ত্রের নামে দেশে দলবাজি, দমন-পীড়ন ও জবাবদিহির সংকট চলমান। জনগণের অধিকার রক্ষার আন্দোলন থামবে না।”

তাদের দাবি, জুলাই আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

সমাবেশ শেষে দলটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেওয়া হয়।