বিশেষ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় আজ মঙ্গলবার “গণ পুলিশিং সার্ভিস” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত কমিশনার মহোদয় বলেন, “গণ পুলিশিং সার্ভিস” এর মূল লক্ষ্য হলো পুলিশিং সেবা আধুনিকায়ন, দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং পুলিশিং সেবার জবাবদিহিতা নিশ্চিত করা।

তিনি আরও উল্লেখ করেন, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ নাগরিকরা আরও সহজে ও দ্রুত পুলিশি সহায়তা পাবেন, যা আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সদর থানা পুলিশের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।