আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ব্যক্তিগত মোবাইল নম্বর হ্যাকড হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। হ্যাকড হওয়া নম্বর ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থ দাবি ও বিভিন্ন আপত্তিকর বার্তা প্রেরণ করছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ব্যক্তিগত মোবাইল নম্বরটি হ্যাকড হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, উপাচার্যের ব্যক্তিগত এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং অপরাধীকে শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপাচার্যের ব্যক্তিগত নম্বর থেকে প্রাপ্ত যেকোনো কল বা বার্তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে। এ ধরনের যোগাযোগকে বিভ্রান্তিকর ও ভুয়া হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়েছে।