আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানী নির্বাচন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে রাজা ও রানী পদে দুইজন করে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকার (র‍্যাগ ভবনে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ৪৫তম ব্যাচের শিক্ষার্থী হাসান নাঈম এ কথা জানান।

তিনি জানান, এবারের রাজা-রানী নির্বাচনে রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন আবির। অন্যদিকে রানী পদে অংশ নিচ্ছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা) এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান মুনিয়া।

তিনি আরও জানান, সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ শেষে রাত ১০টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১ হাজার ৯০০ জন। প্রতিটি পদের জন্য প্রতিযোগী চারজন প্রার্থীর পক্ষেই একজন করে পোলিং এজেন্ট থাকবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে র‍্যাগ ভবনে। ৪৫তম ব্যাচের সকল শিক্ষার্থী ভোট দিতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত, বিভিন্ন অপরাধে শাস্তিপ্রাপ্ত এবং জুলাই আন্দোলনে হামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন না। দেশে অবস্থানরত শিক্ষার্থীদের সরাসরি কেন্দ্র উপস্থিত হয়ে ভোট দিতে হবে, আর বিদেশে অবস্থান করা শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।