আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে প্রতীকী ফাঁসি প্রদর্শন ও মিষ্টি বিতরণ করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জাকসুর নেতৃবৃন্দের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে বটতলার একটি গাছে শেখ হাসিনার ছবিযুক্ত কুশপুত্তলিকা ঝুলিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়।
কর্মসূচি শেষে জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ঘোষিত রায় ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা এই রায়কে স্বাগত জানাই এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপকর্ম ও নৈরাজ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।"