আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি: মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন ও স্বাধীন বাংলাদেশের সূচনা-চেতনার ঐতিহাসিক ভিত্তি পর্যালোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাকসুর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকসু কার্যকারী সদস্য নাবিলা বিনতে হারুন।
‘স্বাধীন বাংলাদেশের সূচনা—ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক তাৎপর্য’ শীর্ষক এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মওলানা ভাসানী মার্ক্স, আইন বা প্রাতিষ্ঠানিক রাজনৈতিক তত্ত্ব পড়ে নয়; বরং গণমানুষ, সংস্কৃতি ও সমাজের ভেতর থেকে রাজনীতি শিখেছিলেন। তাঁর রাজনীতি ছিল শোষিত-বঞ্চিত মজলুম মানুষের পক্ষে, শোষক শ্রেণীর বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের রাজনীতি।
তিনি আরও বলেন, ভাসানীকে ব্যক্তি হিসেবে নয়—বরং শ্রেণী-বৈষম্য, দ্বিধা-বিভেদ ও শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে অধ্যয়ন করা প্রয়োজন। মওলানা ভাসানীকে জানার ও তাঁর চিন্তা নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করায় তিনি জাকসুকে ধন্যবাদ জানান।
ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান বলেন,বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বেশিরভাগ অবদান ছিল লুঙ্গি পরা কৃষক, শ্রমিক, দিনমজুর। তাদের নেতৃত্ব দেয়া নেতা ছিলেন মওলানা ভাসানী।
তিনি আরো বলেন,বাংলাদেশে পরবর্তীতে যারা রাজনীতি করেছেন তাদের প্রত্যেকের গুরু ছিলেন মওলানা ভাসানী।
এছাড়াও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দীন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু।