এনামুল আফ্রাদ।
নরসিংদী জেলা প্রতিনিধি, ০২ নভেম্বর ২০২৫।

জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীর রায়পুরা উপজেলায় চাচার হামলায় দুই ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।

শনিবার (১ নভেম্বর ২০২৫) বেলা আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়ির বেড়া ভাঙাকে কেন্দ্র করে চাচা আউয়াল মিয়া পক্ষের লোকজন ভাতিজা শাকিল (২২) ও ফুরা মিয়া (২৬)-এর ওপর অর্তকিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত শাকিল ও ফুরা মিয়ার বোন।

নিহত দুজনই আবু তাহেরের পুত্র এবং চরসুবুদ্ধি বাজারের পূর্ব পাশে বসবাস করতেন।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি বড় দা ও ৪টি ছুরি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।