
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা হলো ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
লিঙ্গভেদে ভোটারের সংখ্যা:
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন।
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ০৪২ জন।
হিজড়া বা তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন।
উল্লেখ্য, এই তালিকায় সেইসব ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বয়স ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হয়েছে।





