তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিক এম বাবুকে (৪৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।
গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক এম বাবু ভারতের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সরকার গাছি আশ্রম এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।
বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির একটি টহল দল নিয়মিত অভিযান চলাকালে সীমান্ত পিলার ৮৪/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে দেখতে পায়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর আজ তাকে কুষ্টিয়া আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তিনি বলেন, "সীমান্তে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।"
উল্লেখ্য যে, দৌলতপুর সীমান্তে সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ২২ নভেম্বর জামালপুর বিওপি এলাকা থেকে ওপেনদার নামে বিহারের এক নাগরিককে আটক করেছিল বিজিবি। মাসখানেক এর ব্যবধানে পুনরায় একই ধরণের ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালীন কুয়াশার সুযোগ নিয়ে সীমান্ত পারাপার ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।