মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: পরিবর্তনের অঙ্গীকার ও উন্নত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ছাইফুল্লাহ প্রধান চালাকচর বাজারে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।

মাওলানা সাইফুল্লাহ প্রধান বলেন, পরিবর্তনের যাত্রায় আমরা জনগণের সাথে থাকতে চাই—সমস্যার সমাধান ও একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণ আমাদের অঙ্গীকার। জনগণের আস্থা নিয়ে আমরা উন্নয়ন-সমৃদ্ধির নতুন দ্বার খুলতে চাই।

গণসংযোগে নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা বলেন, তারা একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ও উন্নয়নমুখী নেতৃত্ব আশা করেন।

সভাপতি ও নেতৃবৃন্দ জানান, নির্বাচনী প্রতীক হাতপাখা নিয়ে তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সমর্থন আদায়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তারা।