হাবিপ্রবি প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে পরিচালিত ইভিনিং এমবিএ (MBA Evening) প্রোগ্রামের জানুয়ারি ২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আগত ৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ৬০ নম্বরের ওপর অনুষ্ঠিত হয়, যেখানে ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।
পরীক্ষাকেন্দ্র পরিদশর্ন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. শফিকুল ইসলাম শিকদার বলেন, "দীর্ঘ চার বছর পর আবার ইভিনিং এমবিএ প্রোগ্রাম চালু হয়েছে,আনন্দের সাথে জানাচ্ছি যে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯৫%। কর্মজীবী ও উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইভিনিং এমবিএ প্রোগ্রামটি বিশেষভাবে উপযোগী। হাবিপ্রবির এই এমবিএ প্রোগ্রাম দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে।"
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ব্যবসায় শিক্ষা অনুষদের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জানুয়ারি–২০২৬ সেশন থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, হাবিপ্রবির ইভিনিং এমবিএ প্রোগ্রামটি ২২ মাস মেয়াদি, যা পাঁচটি ট্রাইমেস্টারে বিভক্ত। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সন্ধ্যায় ক্লাস অনুষ্ঠিত হবে।