আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি:
চাটখিল উপজেলার চাটখিল - খিলপাড়া সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে। সড়কের সেন্ট্রাল হাসপাতাল থেকে খিলপাড়া পর্যন্ত পিচ ও পাথর উঠে গিয়ে এবড়ো থেবড়ো হয়ে গেছে। সড়কটির অবস্থা এতোটাই খারাপ যে তা দিয়ে চলাচল করলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন।
বিশেষ করে, বর্ষা মৌসুমে চলাচল একেবারেই কঠিন হয়ে পড়ে। এই রাস্তা ঘিরে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে পৌরসভার ৩টি ওয়ার্ড ও ৪ টি ইউনিয়নের যাতায়াত। এছাড়া ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, হুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সড়কের অধিকাংশ স্থানে পিচ পাথর উঠে গিয়ে ধুলো বালিতে ভরে উঠেছে। এতে সিএনজি -ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচলের সময় ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। আশপাশের অনেকে দোকান-পাট টিকিয়ে রাখতে বাধ্য হয়ে রাস্তায় দুই বেলা পানি ছিটান। তাতেও যেন দুর্ভোগ কমে না।
একজন ভুক্তভোগী বলেন, আমরা প্রয়োজনে বাজারে যেতে পারি না। এমনকি আমাদের ছেলে মেয়েরা ও ঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারে না।
একজন ড্রাইভার বলেন, প্রতিদিন আমাদের গাড়ির বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়।
মাদরাসার একজন শিক্ষক বলেন, আমাদের দূরের শিক্ষার্থীরা আসতে পারে না। এতে করে পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে।
একজন রিক্সা চালক বলেন, একদিন রিক্সা নিয়ে বের হলে দশ দিন শোয়া থেকে উঠতে পারি না।
সড়ক বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন মুঠোফোনে বলেন, আগামি ২০ থেকে ২৫ দিনের মধ্যে এই সড়কের সংস্কারের কাজ শুরু হবে।
এলাকাবাসীর একটা দাবী, অতি তাড়াতাড়ি এই সড়কটির সংস্কার করে মানুষের দুঃখ কষ্ট লাগব করতে উপরের মহলের দৃষ্টি আকর্ষন করছে।