মো: জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি।

পটুয়াখালী -৩ (গলাচিপা -দশমিনা) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সদরের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় মিছিলকারীরা ধানের শীষ ও হাসান মামুনের নামে শ্লোগান দেয়। মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আঃ ছত্তার হাওলাদার, মাসুম বিল্লাহ, মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ প্রমুখ।

বক্তারা বিএনপির হাইকমান্ডের কাছে পটুয়াখালী -৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণার দাবী করেন।