বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে যে, ২০২৫ সালের প্রথম ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। হিসাব অনুযায়ী, প্রতি মাসে গড়ে প্রায় ২০টি খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বেশিরভাগ হত্যাকাণ্ডের কারণ পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার ইত্যাদি। এমনকি অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধার হলেও হত্যা মামলা হিসেবে গণ্য করা হয়।
বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন হয়েছে বলে ডিএমপি দাবি করেছে।
তালেবুর রহমান বলেন, ঢাকার জনসংখ্যা ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে এবং ১০ বছরের অপরাধ তথ্য পর্যালোচনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
সম্প্রতি পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনা নিয়েও ডিএমপি অনুসন্ধান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।