হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:
“গণতন্ত্র ফিরিয়ে আনতে এখন একটাই পথ— বিএনপির আন্দোলনে শরিক হওয়া এবং ধানের শীষে ভোট দেওয়া।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এ আহ্বান জানান।
তিনি বলেন, “দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত, গণতন্ত্র নির্বাসনে। আমরা এই অবস্থা বদলাতে চাই। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে মাঠে আছে, আন্দোলনে আছে— থাকবে যতদিন না গণতন্ত্র ফিরে আসে।”
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে শার্শার কায়বা ইউনিয়নের চালতাবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে নারী-পুরুষসহ হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তৃপ্তির উপস্থিতি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নব উদ্দীপনা দেখা দেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, আইন সম্পাদক মশিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।