
সাভারের আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তির কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ঢাকা জেলা যুবদল।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসার মাঠে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের তত্বাবধানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনার জন্য দোয়ার এই আয়োজন করা হয়েছে। এদেশের সার্বভৌমত্ব নিরাপদ রাখার জন্য, অক্ষুন্য রাখার জন্য যার উপরে এই জাতি তাকিয়ে আছে, যে নেত্রী গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন কারাবাসী হয়েছেন কিন্তু কারও সাথে কোনো আপস করেনি সেই নেত্রীর জন্য আমরা এই মাদ্রাসায় কোরআন খতম করেছি এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। দেশ নেত্রী খালেদা জিয়ার আশুরোগ মুক্তির কামনায় দোয়ার আহ্বান জানান যুবদলের এই নেতা।
এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ মুসুল্লিগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।





