
বিশেষ প্রতিনিধি, আসাদুজ্জামান:
স্বীকৃতপ্রাপ্ত ১,০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র। শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস. এম. মাসুদুল হক গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর হয়েছে বলে জেনেছি। ফাইলটি আমাদের বিভাগে পৌঁছালে বিস্তারিত বলা যাবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা ১,০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর করেছেন। এতে কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন জারির বিষয়ে তিনি আরও বলেন, প্রক্রিয়া সম্পন্ন হলে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।





