সাগর কর্মকার, মাদারীপুর শিবচর প্রতিনিধি।

এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু। জনগণের সরকার গঠনের জন্য আন্দোলনের মাঠে আছি এবং থাকব বলেও জানান তিনি। সিদ্দিকীর উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) বিকেলে শিবচরে বিএনপির আয়োজিত এক বিশাল জনসমাবেশে তিনি এ কথা বলেন। শিবচরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণের বিশাল উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসমাবেশে বক্তারা বর্তমান সরকারের নানা অনিয়ম, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণের সমালোচনা করেন এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, “এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের সরকার গঠনের জন্য আমরা আন্দোলনের মাঠে আছি, থাকব। শিবচরের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমি আপনাদের পাশে আছি।”

সমাবেশে শিবচর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।