তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশাল মানববন্ধন ও মানবশৃঙ্খল কর্মসূচি পালিত হয়েছে। ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারানো বিপুলসংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নিয়ে নদী রক্ষার জোরালো দাবি জানান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় মরিচা ইউনিয়নের পদ্মা নদী তীরবর্তী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহলের উদ্যোগে নদী ভাঙন কবলিত এলাকায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে নদী ভাঙনের জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন। তারা স্লোগান দেন— “Erosion is not natural, neglect is” এবং “Save Padma, Save Daulatpur”।
বক্তারা বলেন, বছরের পর বছর ভাঙনের ফলে মরিচা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা আজ নদীগর্ভে বিলীন। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ স্থাপন এবং টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে এই জনপদ রক্ষার দাবি জানান তারা।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে পদ্মার অব্যাহত ভাঙনে দৌলতপুরের অনেক পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে নদী তীর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা না হয়, তবে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।